যোরহাটে গ্রেফতার মাদক সহ দুই যুবতী
যোরহাট (অসম), ১ নভেম্বর (হি.স.) : যোরহাটে মাদক সহ দুই যুবতীক গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে হাবিচুক কমলাবড়িয়ায় অভিযান চালিয়ে দুই যুবতী পদ্মাবতী হাজরিকা এবং মুন বেগমকে পুলিশ গ্রেফতার করেছে। মাদক পাচারে ব্যবহৃত এএস ০৩ এজি ৬০৫১ নম্বরের এন
মাদক সহ গ্রেফতার_প্রতিনিধিত্বমূলক ছবি


যোরহাট (অসম), ১ নভেম্বর (হি.স.) : যোরহাটে মাদক সহ দুই যুবতীক গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে হাবিচুক কমলাবড়িয়ায় অভিযান চালিয়ে দুই যুবতী পদ্মাবতী হাজরিকা এবং মুন বেগমকে পুলিশ গ্রেফতার করেছে। মাদক পাচারে ব্যবহৃত এএস ০৩ এজি ৬০৫১ নম্বরের এনট্ৰক স্কুটি বাজেয়াপ্ত করা হয়েছে।

আজ শনিবার জেলা পুলিশ সদর দফতর সূত্রে এ খবর জানা গেছে। সূত্রের খবর, গত রাতে কমলাবড়িয়ায় পরিচালিত অভিযানে এএস ০৩ এজি ৬০৫১ নম্বরের এনট্ৰক স্কুটির গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে ১৪.৮৩ গ্ৰাম সন্দেহজনক ব্ৰাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে গড়মূর সেউজনগরে বাসিন্দা পদ্মাবতী হাজরিকা এবং মুন বেগমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জেরায় প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় উভয়কে গ্রেফতার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande