
আগরতলা, ১ নভেম্বর (হি.স.) : আগরতলা শহরের বুকে যুবকের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে লেচুবাগান হাইকোর্ট সংলগ্ন এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে এনসিসি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পথচারীরা রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহের পাশে কোনও সন্দেহজনক বস্তু বা নথি পাওয়া যায়নি।
এনসিসি থানার ওসি জানান, মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।
ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। হঠাৎ শহরের ব্যস্ত এলাকায় এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। চলছে তদন্ত, রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ