ইকো পার্কে অনুষ্ঠিত ১৪ তম বর্ষের ‘মাছ ধরো আর ছাড়ো’ প্রতিযোগিতা
কলকাতা, ১০ নভেম্বর (হি.স.): চিরাচরিত প্রাচীন প্রবাদ ''মৎস্য ধরিবো খাইবো সুখে''— এই ধারণা থেকে বেরিয়ে প্রতি বছরের মতো ‘বেঙ্গল অ্যাঙ্গলার ফোরাম’ গত ১৩ বছর ধরে ‘মাছ ধরে আবার ছেড়ে দেওয়া’ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। চলতি বছর ১৪-তম বর্ষ। সোমবার
ইকো পার্কে অনুষ্ঠিত ১৪ তম বর্ষের ‘মাছ ধরো আর ছাড়ো’ প্রতিযোগিতা


কলকাতা, ১০ নভেম্বর (হি.স.): চিরাচরিত প্রাচীন প্রবাদ 'মৎস্য ধরিবো খাইবো সুখে'— এই ধারণা থেকে বেরিয়ে প্রতি বছরের মতো ‘বেঙ্গল অ্যাঙ্গলার ফোরাম’ গত ১৩ বছর ধরে ‘মাছ ধরে আবার ছেড়ে দেওয়া’ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। চলতি বছর ১৪-তম বর্ষ।

সোমবার ইকো পার্কে এই অনুষ্ঠান দেখার জন্য মানুষের ঢল নেমেছিল। মজার বিষয় এই প্রতিযোগিতায় মাছ ধরে মাছকে মেরে ফেলা হয় না। আবার তার প্রকৃতির পরিবেশে সেগুলো ফিরিয়ে দেওয়া হয়!

এইবার এই প্রতিযোগিতায় ১১ কেজি মাছ ধরে প্রথম পুরস্কার পান সঞ্জয় রায়। অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিডকো নিউ টাউন ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান পূষণ গুপ্ত।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande