
হাফলং (অসম), ১০ নভেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলায় খাদ্য সুরক্ষা আইনের অধীনে ‘অন্ন সেবা দিন’ প্রকল্পের সূচনা করলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা। শৈলশহর হাফলং টাউন কমিটির মাঠে দেবোলাল গার্লোসা এবং উমরাংসোতে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী নন্দিতা গার্লোসা এই প্রকল্পের সূচনা করেছেন।
আজ সোমবার থেকে খাদ্য সুরক্ষা আইনের অধীনে রেশনকার্ডধারীরা রেহাই মূল্যে ডাল, চিনি এবং লবণ লাভ করবেন। রেশনকার্ডধারীরা প্রতি কেজি মসুর ডাল ৬৯ টাকায়, চিনি ৩৮ টাকায় এবং লবণ ১০ টাকার বিনিময়ে পাবেন। গ্রাহকরা প্রতি মাসে ‘অন্ন সেবা দিন’-এ ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে রেশন কার্ডধারীরা বিনামূল্যে চালের সঙ্গে ডাল, চিনি, লবণ সরকারি ভরতুকি মূল্যে লাভ করবেন, জানান দেবোলাল গার্লোসা। তিনি বলেন, অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে সরকারের এক দূরদর্শী সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর এই রূপান্তরমূলক পদক্ষেপ খাদ্য সুরক্ষা থেকে পুষ্টি নিশ্চিতকরণের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের লক্ষ্যকে আরও শক্তিশালী করবে এবং ডিমা হাসাও জেলা থেকে অসমের সমতলভূমি পর্যন্ত প্রতিটি পরিবারকে প্রাপ্য সহায়তা প্রদান নিশ্চিত করবে।
এদিন হাফলং টাউন কমিটির মাঠে শহরের রেশন কার্ডধারীদের হাতে ভরতুকি মূল্যে ডাল, চিনি এবং লবণের প্যাকেট তুলে দিয়েছেন দেবোলাল গার্লোসা, পার্বত্য পরিষদের কার্যনির্বাহী সদস্য দনপাইনন থাওসেন এবং জেলা কমিশনার মুনীন্দ্রনাথ নাগাতে।
উল্লেখ্য, ডিমা হাসাও জেলায় মোট ৩৬ হাজার ৩৯৪ পরিবার এবং ১ লক্ষ ২৭ হাজার ৭৪৯ জন এতে উপকৃত হবেন।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব