শ্ৰীভূমির বৈঠাখালে এক মুদি দোকানে চোরেদের হানা
পাথারকান্দি (অসম), ১০ নভেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন বৈঠাখালের এক মুদি দোকানে হানা দিয়ে লক্ষ টাকার সামগ্রী লুট করে নিয়েছে চোরের দল। ঘটনাটি সংগঠিত হয়েছে রবিবার গভীর রাতে বৈঠাখাল গ্রাম পঞ্চায়েতের ঘোষঘর এলাকায়l ঘটনা
বৈঠাখালের এক মুদি দোকানের দেওয়াল ভেঙে চোরেদের হানা


পাথারকান্দি (অসম), ১০ নভেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন বৈঠাখালের এক মুদি দোকানে হানা দিয়ে লক্ষ টাকার সামগ্রী লুট করে নিয়েছে চোরের দল। ঘটনাটি সংগঠিত হয়েছে রবিবার গভীর রাতে বৈঠাখাল গ্রাম পঞ্চায়েতের ঘোষঘর এলাকায়l

ঘটনার বিবরণে জানা গেছে, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সমীরণ দাসের দুই ছেলে প্রতিদিনের মতো গতকাল রাতেও দোকান বন্ধ করে বাড়ি চলে যান। আজ সকালে পথচারীরা দেখেন দোকানের দেওয়াল ভাঙা। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে খবর দেন দোকান মালিককে।

দোকানের মালিক এসে দেখেন, তাঁর দোকান থেকে কিছু নগদ টাকা সহ তেল, সাবান, সার্ফ, মশলা, দামি দামি সামগ্রী প্ৰভৃতি হাতিয়ে নিয়েছে চোরের দল। দোকান মালিকের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় লক্ষ টাকা।

এদিকে পাথারকান্দি থানায় চুরি সংক্রান্ত এক এজাহার দায়ের করেছেন দোকান মালিক। এজাহারের ভিত্তিতে এক মামলা রুজু করে ঘটনাস্থলে পাথারকান্দি থানা থেকে পুলিশের দল গিয়ে সরেজমিন পরিদর্শন করেছেন। চুরিকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande