কংগ্রেস আমলে রাজ্যের রেশন ব্যবস্থায় ঢালাও দুর্নীতি হয়েছে, পাথারকান্দিতে বলেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু
পাথারকান্দি (অসম), ১০ নভেম্বর (হি.স.) : কংগ্রেস আমলে রাজ্যের রেশন ব্যবস্থায় ঢালাও দুর্নীতি হয়েছে। আজ থেকে পাথারকান্দি বিধানসভা এলাকা সহ গোটা রাজ্যের ৭০ লক্ষ রেশনকার্ডধারী কোনও ঝামেলা ছাড়াই রেশন দোকানে বিনামূল্যে চালের সঙ্গে সুলভ মূল্যে উন্নতমানের
রেশন কার্ডধারীর হাতে সুলভ মূল্যের পণ্য সামগ্রী তুলে দিচ্ছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল


পাথারকান্দি (অসম), ১০ নভেম্বর (হি.স.) : কংগ্রেস আমলে রাজ্যের রেশন ব্যবস্থায় ঢালাও দুর্নীতি হয়েছে। আজ থেকে পাথারকান্দি বিধানসভা এলাকা সহ গোটা রাজ্যের ৭০ লক্ষ রেশনকার্ডধারী কোনও ঝামেলা ছাড়াই রেশন দোকানে বিনামূল্যে চালের সঙ্গে সুলভ মূল্যে উন্নতমানের মসুর ডাল, চিনি ও লবণের মতো অত্যাবশ্যক পণ্য সামগ্রী নিয়মিতভাবে পাবেন সুবিধাভোগীরা। পাথারকান্দিতে ‘জাতীয় খাদ্য সুরক্ষা আইন’ -এর অধীনে ‘অন্ন সেবা দিন’ প্রকল্পের সূচনা করে বলেছেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।

রাজ্যের মৎস্য, পশুপালন এবং পূর্ত দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ তাঁর নির্বাচনী এলাকা পাথারকান্দির বাজারঘাট-বেতুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকজন সুবিধাভোগীর হাতে রেশন সামগ্রী তুলে দিয়েছেন।

সুলভ মূল্যের রেশন সামগ্রী বণ্টন উপলক্ষ্যে আয়োজিত সভায় বক্তব্যও পেশ করেছেন মন্ত্রী পাল। তিনি বিরোধী দল কংগ্রেসের ওপর হামলা করে বলেন, কংগ্রেস সরকারের আমলে সাধারণ জনগণ ছয় টাকা মূল্যের চাল নিতে গিয়ে বেজায় বঞ্চনার শিকার হয়েছেন। নিজেদের প্রাপ্য অধিকার আদায়ে রেশনকার্ড তৈরি করতে গিয়ে নানাভাবে হেনস্তার শিকার হতে হত মানুষের। কিন্তু আজ যুগ পাল্টেছে, পাল্টেছে আসনও।

মন্ত্ৰী কৃষ্ণেন্দু বলেন, বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকার জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে রেশনকার্ড আছে কিনা খতিয়ে দেখছে। আজ থেকে মুখ্যমন্ত্রীর হাত ধরে জনমুখী এই প্রকল্পের শুভারম্ভ হয়েছে। আজ থেকে প্রত্যেক রেশনকার্ডধারী সব ন্যায্যমূল্যের দোকানে মাত্র ১১৭ টাকার বিনিময়ে এক কেজি মসুর ডাল, এক কেজি চিনি এবং এক কেজি লবণ পাবেন।

তিনি বলেন, আগামী বছরের জানুয়ারি থেকে এই রাশি কমিয়ে ১০০ টাকায় নিয়ে আসা হবে। মন্ত্ৰী পাল হিমন্তবিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের জনকল্যাণমুখি প্রকল্পকে জীবিকা সুরক্ষার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande