সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি
কলকাতা, ১০ নভেম্বর (হি. স.) : সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা নিবেদন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি জানান লেখেন, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি


কলকাতা, ১০ নভেম্বর (হি. স.) : সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা নিবেদন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি জানান লেখেন, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা। মৃত্যুর শতবর্ষ পরেও বঙ্গভঙ্গ - বিরোধী স্বদেশী আন্দোলনে তাঁর অবদানের স্মৃতি অমলিন।

উল্লেখ্য, ব্রিটিশ শাসনকালে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম যুগের একজন বিশিষ্ট নেতা ছিলেন তিনি। এছাড়াও তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর রাজনৈতিক সংগঠন ন্যাশনাল কনফারেন্স এর প্রতিষ্ঠাতা। পরে এই দলটিকে নিয়ে তিনি ভারতের জাতীয় কংগ্রেসে যোগ দেন। তাঁকে 'রাষ্ট্রগুরু' সম্মানে ভূষিত করা হয়।

প্রসঙ্গত, ১৮৪৮ সালের ১০ নভেম্বর কলকাতায় জন্ম সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। তাঁর বাবা দুর্গা চরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন সেই যুগের এক স্বনামধন্য চিকিৎসক।

ইংরেজির অধ্যাপক হিসেবে প্রথমে মেট্রোপলিটন ইনস্টিটিউশন এবং পরে ফ্রী চার্চ কলেজে নিয়োজিত ছিলেন। সর্বশেষে রিপন কলেজে যোগদান করেন। পরবর্তীকালে ওই রিপন কলেজ তার নামে নামকরণ সুরেন্দ্রনাথ কলেজ হিসেবে করা হয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande