
হাইলাকান্দি (অসম), ১০ নভেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলায় ন্যায্য মূল্যের দোকানে আজ সোমবার থেকে রেহাই মূল্যের মসুর ডাল, চিনি এবং লবণ বিতরণ শুরু হয়েছে।
হাইলাকান্দিতে জেলা কমিশনার অভিষেক জৈনকে সঙ্গে নিয়ে সাংসদ কৃপানাথ মালাহ খাদ্য সুরক্ষা আইনের অধীনে ‘অন্ন সেবা দিন’ প্রকল্পের সূচনা করেছেন। জেলার ৭৩৪টি রেশন দোকানে আজ সকাল দশটায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলতি মাসের সামগ্রীগুলি ২০ নভেম্বর পর্যন্ত দেওয়া হবে।
সোমবার উদ্বোধনের দিন জেলার সব রেশন দোকানে গুয়াহাটি থেকে মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং করে দেখানো হয়। সাংসদ কৃপানাথ মালাহ জেলা কমিশনার অভিষেক জৈনকে সঙ্গে নিয়ে কয়েকটি রেশন দোকান পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে সাংসদ জানান, সাধারণ মানুষ খুব খুশি। অরুণোদয়-এর অর্থ পাচ্ছেন, বিনামূল্যে চাল পাচ্ছেন এবং ১১৭ টাকায় তিনটি সামগ্রী পাচ্ছেন।
উল্লেখ্য, প্রতি কেজি ডাল ৬৯ টাকা, চিনি ৩৮ টাকা এবং লবণ ১০ টাকা করে রেহাই মূল্যে বণ্টন করা হবে। খাদ্য সুরক্ষার কার্ড যাঁদের আছে কেবল তাঁরাই এই সব সামগ্রী পাবেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস