অসুস্থ অনশনকারীকে দেখতে হাসপাতালে মমতাবালা ঠাকুর
ঠাকুরনগর, ১০ নভেম্বর ( হি. স.): দিল্লি সফর শেষে ঠাকুরনগরে ফিরে এসেই আন্দোলন মঞ্চের অসুস্থ অনশনকারীদের খোঁজখবর নিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। সোমবার সকালে তিনি বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি ৬৫ বছরের নিতাই মণ্ডলের সঙ্গে দেখা করেন। এসআ
মমতা বালা ঠাকুর


ঠাকুরনগর, ১০ নভেম্বর ( হি. স.): দিল্লি সফর শেষে ঠাকুরনগরে ফিরে এসেই আন্দোলন মঞ্চের অসুস্থ অনশনকারীদের খোঁজখবর নিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। সোমবার সকালে তিনি বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি ৬৫ বছরের নিতাই মণ্ডলের সঙ্গে দেখা করেন। এসআইআরের প্রতিবাদে ঠাকুরনগরে চলা আমরণ অনশন কর্মসূচিতে অংশ নিয়ে নিতাইবাবু গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। মমতাবালা ঠাকুর তাঁর শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের কাছ থেকেও বিস্তারিত তথ্য নেন।উল্লেখ্য, মমতাবালা ঠাকুর বিশেষ কাজে দিল্লিতে থাকায় ঠাকুরনগরের অনশন মঞ্চে এতদিন অনুপস্থিত ছিলেন। ফিরে এসেই তিনি আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর বার্তা দেন। এদিকে অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের প্রতিনিধিদল ইতিমধ্যেই কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করেছে।সূত্রের খবর, মতুয়া আন্দোলনের দাবির প্রতি সংহতি জানিয়ে অধীর চৌধুরী নিজে ঠাকুরনগরের অনশন মঞ্চে আসতে পারেন বলে জানা গিয়েছে। আন্দোলনকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande