
মালদা, ১০ নভেম্বর (হি.স.): সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সোমবার সকালে মালদার ইংরেজবাজার শহরের আম বাজারের সামনে ৫১২ নম্বর জাতীয় সড়কের সেতুর পাইপের সঙ্গে সদ্যোজাতর দেহ দেখতে পান স্থানীয়রা। দ্রুত খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়|
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। তারা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে জানান| সদ্যোজাতর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
স্থানীয়দের দাবি, ওই এলাকায় বহু বেসরকারি নার্সিংহোম আছে এবং মাঝেমধ্যেই এই ধরনের ঘটনা ঘটে। কেউ বা কারা জলে ফেলতে গিয়েছিল কিন্তু মৃত শিশুটি সেতুর পাইপে আটকে যায়। পুলিশের কাছে বাসিন্দাদের দাবি, এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাঁদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থার গ্রহণ করা হোক।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ