আলগাপুর বাজারে জাতীয় সড়কের জমি ছাড়ার নির্দেশ
হাইলাকান্দি (অসম), ১০ নভেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলান্তৰ্গত আলগাপুর বাজারে জাতীয় সড়কের জন্য নির্ধারিত জায়গা যাঁরা দখল করে বসে আছেন তাঁদেরকে আগামী পনেরো (১৫) দিনের মধ্যে দখল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ত বিভাগের জাতীয় সড়ক শাখার কার্
আলগাপুর বাজারে জাতীয় সড়কের জমি ছাড়ার নির্দেশ


হাইলাকান্দি (অসম), ১০ নভেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলান্তৰ্গত আলগাপুর বাজারে জাতীয় সড়কের জন্য নির্ধারিত জায়গা যাঁরা দখল করে বসে আছেন তাঁদেরকে আগামী পনেরো (১৫) দিনের মধ্যে দখল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্ত বিভাগের জাতীয় সড়ক শাখার কার্যনির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি জারি করে জবরদখলকৃত জায়গা ছাড়তে নির্দেশ দিয়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, জাতীয় সড়কের অধিকৃত জমিতে বেআইনি দখলের ফলে পথযাত্রীদের নিরাপত্তা ও চলাফেরায় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। ফলে দুর্ঘটনা এড়াতে পূর্ত বিভাগের জাতীয় সড়ক শাখার মালিকানাধীন জমি থেকে বেআইনি দখল অবিলম্বে সরিয়ে নিতে হবে। অন্যথায় ২০০২ সালের জাতীয় সড়ক নিয়ন্ত্রণ (ভূমি ও যান) আইনের সংশ্লিষ্ট ধারা অনুসারে ব্যবস্থা নেওয়া হবে, বিজ্ঞপ্তিতে সতর্ক করে দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande