শুরু হবে ১০ম রাজ্যস্তরের ডাকটিকিট প্রদর্শনী ‘BONGOPEX–2025’
কলকাতা, ১০ নভেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ডাকটিকিট ঐতিহ্যের প্রদর্শনী ও তরুণ প্রজন্মের জন্য সৃজনশীল কর্মশিবির ও প্রতিযোগিতার আয়োজন করছে ডাক দফতর। মুখ্য পোস্টমাস্টার জেনারেল (পশ্চিমবঙ্গ, সিকিম ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ), অশোক কুমার সোমবার ‘
রাজ্যস্তরের ডাকটিকিট প্রদর্শনী


কলকাতা, ১০ নভেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ডাকটিকিট ঐতিহ্যের প্রদর্শনী ও তরুণ প্রজন্মের জন্য সৃজনশীল কর্মশিবির ও প্রতিযোগিতার আয়োজন করছে ডাক দফতর। মুখ্য পোস্টমাস্টার জেনারেল (পশ্চিমবঙ্গ, সিকিম ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ), অশোক কুমার সোমবার ‘BONGOPEX–2025’ নামের ১০ম রাজ্যস্তরের ডাকটিকিট প্রদর্শনীর ঘোষণা করলেন।

ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো এ খবর জানিয়ে লিখেছে, BONGOPEX–2025 অনুষ্ঠিত হবে ১৪ থেকে ১৭ নভেম্বর ২০২৫ পর্যন্ত, কলকাতার সায়েন্স সিটি প্রাঙ্গণে। ছয় বছরের ব্যবধানে এটি রাজ্যস্তরের ডাকটিকিট প্রদর্শনীর প্রত্যাবর্তন—এর আগের আসর “Ekla Cholo Re” অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে।

অশোক কুমার বলেন, “ডাকটিকিট একটি জাতির দর্শন, সংস্কৃতি, জনজীবন এবং বিকাশের ইতিহাস বহন করে। বিশ্বের অসংখ্য মানুষ জ্ঞান ও অনুপ্রেরণার উৎস হিসেবে ডাকটিকিট সংগ্রহ করে থাকেন। ‘BONGOPEX–2025’-এর লক্ষ্য হল সেই আগ্রহকে নতুন করে উজ্জীবিত করা, ভারতের সমৃদ্ধ ডাকটিকিট ঐতিহ্যকে তুলে ধরা। সেই সঙ্গে সব বয়সের অংশগ্রহণকারীদের মধ্যে ফিলাটেলি সম্পর্কে গভীর আগ্রহ সৃষ্টি করা।”

তিনি জানান, এই প্রদর্শনীতে প্রায় ৪০০ ফ্রেমে বিরল ও বৈচিত্র্যময় ডাকটিকিট প্রদর্শিত হবে। নবীন সংগ্রাহক থেকে শুরু করে অভিজ্ঞ ফিলাটেলিস্টদের সংগ্রহ পর্যন্ত। পাশাপাশি, আয়োজন করা হবে একাধিক কার্যক্রম, যার মধ্যে রয়েছে—ফিলাটেলি কর্মশালা, চিঠি লেখার প্রতিযোগিতা, ডাকটিকিট নকশা প্রতিযোগিতা, আঁকা প্রতিযোগিতা এবং ছাত্রছাত্রী ও তরুণ শখানুরাগীদের জন্য প্রশ্নোত্তর প্রতিযোগিতা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande