এসআইআর, আতঙ্কে বিষ খেয়ে মৃত্যু মায়ের, অসুস্থ তাঁর মেয়ে
কলকাতা, ১০ নভেম্বর, (হি.স.): এনুমারেশন আবেদনপত্র না পাওয়ায় ছয় বছরের মেয়েকে নিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ধনিয়াখালির বাসিন্দা আশা সোরেন। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি করা হয়। সোমবার সেখানই মৃত্যু হল আশার। তাঁর মেয়ের অবস্থা অবশ্য স্থিতিশ
এসআইআর, আতঙ্কে বিষ খেয়ে মৃত্যু মায়ের, অসুস্থ তাঁর মেয়ে


কলকাতা, ১০ নভেম্বর, (হি.স.): এনুমারেশন আবেদনপত্র না পাওয়ায় ছয় বছরের মেয়েকে নিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ধনিয়াখালির বাসিন্দা আশা সোরেন। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি করা হয়। সোমবার সেখানই মৃত্যু হল আশার।

তাঁর মেয়ের অবস্থা অবশ্য স্থিতিশীল বলে জানা গিয়েছে। মেয়ের মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। শোকের ছায়া এলাকায়। ঘটনার খবর পেয়েই মৃতের বাড়িতে ছুটে যান ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র।

তিনি জানান, ”অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি জানার পরই দু’জনের চিকিৎসার ব্যবস্থা করেন। সব রকম সহযোগিতার আশ্বাস দেন।” এই অবস্থায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূল বিধায়ক।

পরিবার সূত্রে জানা যায়, বছর আট আগে হরিপালে বিয়ে হয় আশার। কিন্তু স্বামীর সঙ্গে অশান্তির জেরে বাপের বাড়িতেই থাকত সে। পরিবারের দাবি, গত কয়েকদিন আগেই আশার বাপের বাড়ির সদস্যদের এসআইআর সংক্রান্ত সমস্ত কাগজ দিয়ে যান বিএলওরা। কিন্তু তিনি পাননি বলে দাবি পরিবারের। কিন্তু শেষ ভোট দিয়েছিলেন শ্বশুরবাড়িতে থেকে। ফলে এসআইআর আবেদনপত্র পাওয়া নিয়ে আশা আতঙ্কে ছিলেন বলে অভিযোগ পরিবারের।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande