
আগরতলা, ১০ নভেম্বর (হি.স.) : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ঘোষণা করল ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি। সোমবার পর্ষদের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গণচৌধুরী জানান, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বাদশ শ্রেণির পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হবে ইংরেজি পরীক্ষা এবং ৩০ মার্চ ভোকেশনাল বিষয়ের পরীক্ষার মাধ্যমে শেষ হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। মোট ১৩ দিন ধরে বিভিন্ন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অপরদিকে, মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৬ ফেব্রুয়ারি এবং শেষ হবে ২৪ মার্চ ভোকেশনাল বিষয়ের পরীক্ষার মাধ্যমে। মোট ছয় দিন চলবে মাধ্যমিক পরীক্ষা। প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
পর্ষদের সচিব ডঃ দুলাল দে জানান, আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা, যা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। তিনি বলেন, “বিগত বছর যেসব ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশ নিতে পারেনি, তারা যেন অনলাইনে পুনরায় রেজিস্ট্রেশন সম্পন্ন করে।” নভেম্বর মাসজুড়ে অনলাইন পোর্টাল খোলা থাকবে।
তিনি আরও সতর্ক করে বলেন, “অনলাইনে ফর্ম ফিলাপের পর প্রত্যেক পরীক্ষার্থী যেন তাদের তথ্য ভালোভাবে যাচাই করে নেয়, কারণ প্রতিবছরই অভিযোগ আসে — ভাল নম্বর পাওয়া সত্ত্বেও অনেককে অনুপস্থিত দেখানো হয়।” এ বিষয়ে শিক্ষক-শিক্ষিকাদের সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান পর্ষদ সচিব।
চলতি শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার জন্য এখন পর্যন্ত ৩৮ হাজার ১৩৫ জন ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করেছে, যা বাড়তে বাড়তে ৪০ হাজারে পৌঁছাতে পারে বলে পর্ষদের অনুমান। উচ্চ মাধ্যমিক পর্যায়ে এখন পর্যন্ত ২৯ হাজার ৯৪৩ জন এনরোলমেন্ট সম্পন্ন করেছে, আরও প্রায় ২০০ জন যোগ হতে পারে।
পর্ষদ সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরীক্ষার্থীর সংখ্যা বিগত বছরের তুলনায় প্রায় ১০ হাজার করে বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ