
শিলিগুড়ি, ১০ নভেম্বর, (হি.স.): নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, আসলে হিংসার কোনও ওষুধ হয় না। শুধু মিথ্যে কথার বুলি।
সোমবার উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, এতবড় বিপর্যয় হল কেউ এসেছে, এক পয়সাও দিয়েছে? কিচ্ছু দেয়নি। ইন্দো-ভুটান কমিশন করতে বলেছি, কিন্তু কেন্দ্র উদাসীন। একইভাবে ডিভিসি-র জন্য দক্ষিণবঙ্গ ভেসে যায়, অথচ কেন্দ্রের কোনও নজর নেই। তা সত্ত্বেও আমরা আমাদের উন্নয়নের কাজ থামিয়ে রাখিনি।
এখনও পর্যন্ত বাংলায় গরিবের জন্য ১কোটি বাড়ি তৈরি করেছে রাজ্য। এ কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ডিসেম্বরেই আরও ১৬ লক্ষ বাংলার বাড়ির টাকা দেওয়া হবে।
মাঝেমধ্যেই বন্যজন্তুর আক্রমণের মুখে পড়তে হয় উত্তরবঙ্গের পড়ুয়াদের। সমস্যা সমাধানে উত্তরের জঙ্গল এলাকার পড়ুয়াদের জন্য রাজ্য ১০টি বিশেষ বাস চালু করছে বলেও এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান, ইতিমধ্যে উত্তরবঙ্গে ২৪টা চা বাগান খোলা হয়েছে, ২২ হাজার শ্রমিক উপকৃত হয়েছে, এর আগে ৫৯ টা চা বাগান খোলা হয়েছে। চা শ্রমিকদের মজুরিও বাড়ানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত