সোনামুড়ায় নেশা বিরোধী অভিযানে দুই কারবারি গ্রেফতার
বক্সনগর (ত্রিপুরা), ১০ নভেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলার সোনামুড়া থানার পুলিশ আবারও নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে। রবিবার রাতে এক বিশেষ অভিযানে নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু''জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে
পাচারকারী গ্রেফতার


বক্সনগর (ত্রিপুরা), ১০ নভেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলার সোনামুড়া থানার পুলিশ আবারও নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে। রবিবার রাতে এক বিশেষ অভিযানে নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর সোনামুড়া থানা ও ৮১ নং ব্যাটালিয়ন বিএসএফ-এর যৌথ অভিযানে কুখ্যাত নেশা কারবারি মহম্মদ মুস্তাফাকে আটক করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছিল প্রায় ১০২ কেজি গাঁজা। ওই ঘটনার তদন্তের ধারাবাহিকতায় পুলিশ জানতে পারে, আরও কয়েকজন ব্যক্তি এই চক্রের সঙ্গে জড়িত।

এরপর রবিবার রাতে সোনামুড়া থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নেশা কারবারি — সমীর মিয়া ও ইহীদ মিয়া —কে গ্রেফতার করে। দু’জনের বাড়ি কমলনগর কৃষ্ণদোলা এলাকায়। পুলিশের দাবি, তারা দীর্ঘদিন ধরে নেশা কারবারে সক্রিয় ছিল এবং মুস্তাফার ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও কাজ করত।

সোনামুড়া থানার ওসি জানান, “নেশা বিরোধী অভিযানে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই মামলার সঙ্গে যুক্ত আরও কয়েকজনের নাম আমরা পেয়েছি, খুব শীঘ্রই তাদেরও গ্রেফতার করা হবে।”

অন্যদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং এলাকায় স্থায়ীভাবে মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার দাবি জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, সোনামুড়া ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে, যাতে ভবিষ্যতে এমন অপরাধের পুনরাবৃত্তি না ঘটে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande