কদমতলায় কংগ্রেসের যোগদান সভায় বিজেপি ও সিপিআই(এম)-এর বিরুদ্ধে সরব সুদীপ
কদমতলা (ত্রিপুরা), ১০ নভেম্বর (হি.স.) : “ত্রিপুরায় সিপিআই(এম)-এর আর কোনো ভবিষ্যৎ নেই, সিপিএমে থাকা মানে পরোক্ষভাবে বিজেপিকে শক্তিশালী করা”— সোমবার কদমতলায় এক যোগদান সভায় এমনই মন্তব্য করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। কদমতলা কুর্তি ব্লক কংগ
কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ


কদমতলা (ত্রিপুরা), ১০ নভেম্বর (হি.স.) : “ত্রিপুরায় সিপিআই(এম)-এর আর কোনো ভবিষ্যৎ নেই, সিপিএমে থাকা মানে পরোক্ষভাবে বিজেপিকে শক্তিশালী করা”— সোমবার কদমতলায় এক যোগদান সভায় এমনই মন্তব্য করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। কদমতলা কুর্তি ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে চুড়াইবাড়ি কমিউনিটি হলে আয়োজিত সভায় ১৩৭ জন বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসে যোগ দেন, যার মধ্যে ১০২ জন সিপিআই(এম) সদস্য।

নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ও বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি বলেন, “ত্রিপুরার মানুষ সিপিআই(এম)-এর ২৫ বছরের শাসন ও বিজেপির ১০ বছরের রাজত্বে হতাশ। এখন মানুষ বিকল্প হিসেবে কংগ্রেসকে চাইছে।”

তিনি আরও দাবি করেন, “ভোট চুরি করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন— রাহুল গান্ধী তা প্রমাণসহ দেশবাসীর সামনে তুলে ধরেছেন।” সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল বাছিদ চৌধুরী, উত্তর জেলা সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী ও অন্যান্য নেতৃত্ব।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande