
আগরতলা, ১০ নভেম্বর (হি.স.) : রাজধানী আগরতলা শহরের ওরিয়েন্ট চৌমহনী এলাকায় সোমবার সিআইটিইউ-এর ত্রিপুরা রাজ্য সম্মেলন উপলক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
তিনি অভিযোগ করেন, “শাসক দল গাড়ি ও রেল বন্ধ করে শ্রমিকদের সমাবেশে যোগ দিতে বাধা সৃষ্টি করেছে, কিন্তু মানুষ সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে আজকের সভায় উপস্থিত হয়েছে। এতে প্রমাণিত হয়েছে বিজেপি দুর্বল ও শ্রমিক শ্রেণীকে ভয় পায়।”
মানিক সরকার বলেন, শ্রমিকদের দাবি আদায়ের একমাত্র পথ হল সংগ্রাম। শুধু সরকার পরিবর্তন করলেই দায়িত্ব শেষ নয়, সমাজতান্ত্রিক সমাজ গঠনের লক্ষ্যে চিন্তা প্রসারিত করতে হবে। তিনি আহ্বান জানান, “মাথা ফাটবে, রক্ত ঝরবে, কিন্তু পিছু হটলে চলবে না।”
বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন, “বিজেপি বিহারের মত ত্রিপুরায় বিভাজনের রাজনীতি করছে।” তিনি অভিযোগ করেন, তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মণ আবেগের রাজনীতি করছেন। যুবসমাজকে উদ্দেশ্য করে তিনি বলেন, “গত সাড়ে সাত বছরে কিছু হয়নি, আগামী আড়াই বছরেও হবে না।” রাজ্যের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ