দেশের ঐক্যের বার্তা নিয়ে আগরতলায় ইউনিটি মার্চ
আগরতলা, ১০ নভেম্বর (হি.স.) : লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার রাজধানী আগরতলায় এক বর্ণাঢ্য ইউনিটি মার্চ অনুষ্ঠিত হয়। উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে এই মার্চের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (
আগরতলায় ইউনিটি মার্চ


আগরতলা, ১০ নভেম্বর (হি.স.) : লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার রাজধানী আগরতলায় এক বর্ণাঢ্য ইউনিটি মার্চ অনুষ্ঠিত হয়। উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে এই মার্চের সূচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী টিংকু রায়, পশ্চিম জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। মুখ্যমন্ত্রী পতাকা নেড়ে এই ইউনিটি মার্চ এর উদ্বোধন করেন।

বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘রান ফর ইউনিটি’-এর সূচনা করেন এবং ২০১৮ সালে গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের পূর্ণায়ব মূর্তি স্থাপন করেন। এই কর্মসূচির মূল উদ্দেশ্য দেশের প্রতি দেশবাসীর ভাবনা ও দেশপ্রেমকে জাগ্রত করা।”

তিনি আরও বলেন, “সর্দার প্যাটেল ভারতের ঐক্যের প্রতীক। তিনি দেশকে এক অখণ্ড ভারতের রূপ দিয়েছেন। আজও কিছু অশুভ শক্তি দেশের ঐক্য নষ্ট করার চেষ্টা করছে। তাই যুবসমাজকে সতর্ক থাকতে হবে এবং দেশকে শক্তিশালী ও সমৃদ্ধ করতে এগিয়ে আসতে হবে।”

এই ইউনিটি মার্চে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, ত্রিপুরা পুলিশ, স্কাউট অ্যান্ড গাইড এবং স্বেচ্ছাসেবক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রীসহ অন্যান্য অতিথিরাও জাতীয় পতাকা হাতে পদযাত্রায় সামিল হন। পুরো শহরজুড়ে দেশপ্রেমের আবহে মুখরিত হয়ে ওঠে এই ইউনিটি মার্চ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande