বলরামপুরে ট্রাক্টর ও বাইকের সংঘর্ষে মৃত এক
বলরামপুর, ১৩ নভেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের বলরামপুরে ট্রাক্টর ও বাইকের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে । ঘটনাটি ঘটেছে, বুধবার সন্ধ্যারাতে মহাবীরগঞ্জ গ্রামে। ঘটনায় এক ব্যাক্তির মৃত্যু হয়। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যাক্তির নাম শিবকুমার
বলরামপুরে ট্রাক্টর ও বাইকের সংঘর্ষে মৃত এক


বলরামপুর, ১৩ নভেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের বলরামপুরে ট্রাক্টর ও বাইকের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে । ঘটনাটি ঘটেছে, বুধবার সন্ধ্যারাতে মহাবীরগঞ্জ গ্রামে। ঘটনায় এক ব্যাক্তির মৃত্যু হয়।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যাক্তির নাম শিবকুমার (৪৫)। তিনি মহাবীরগঞ্জ গ্রামের ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। একজন ট্রাক্টর চালক ক্ষেতে চাষ করতে যাচ্ছিলেন। ঠিক তখনই শিবকুমার বিপরীত দিক থেকে দ্রুত গতিতে বাইক চালিয়ে আসছিলেন । ট্রাক্টর ও বাইকের মুখোমুখি সংঘর্ষে শিবকুমার রাস্তায় পড়ে যান এবং গুরুতর ভাবে আহত হন। গ্রামবাসীরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যায়। যেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । গ্রামবাসীরা প্রশাসনের কাছে ট্রাক্টর চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande