বরাবাঁকিতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২, আহত ৩
বরাবাঁকি, ১৩ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের বরাবাঁকি জেলাতে একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার বিকেলে টিকৈতনগর থানার অন্তর্গত এলাকায়। ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে, তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানান
বরাবাঁকিতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২, আহত ৩


বরাবাঁকি, ১৩ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের বরাবাঁকি জেলাতে একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার বিকেলে টিকৈতনগর থানার অন্তর্গত এলাকায়। ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে, তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানান , বাজি কারখানায় বিস্ফোরণের পরে আগুন জ্বলতে থাকে। বিস্ফোরণের ফলে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় পাঁচজন আহত হয়। খবর পেয়ে পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যেখানে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতরা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি। মৃত ও আহতের পরিচয় জানা যায়নি। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ঘটনাস্থলটি সিল করে দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande