
পূর্ব সিংভূম, ১৩ নভেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমের জেল চক সংলগ্ন এলাকায় বুধবার রাতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হন। সাকচি থানার অন্তর্গত পুরনো কোর্ট রোড থেকে জেল চকের দিকে যাচ্ছিলেন অ্যাগ্রিকোর বাসিন্দা মোহিত শর্মা ও তাঁর স্ত্রী। সেই সময় বিপরীত দিক থেকে আসা গাড়ি তাঁদের গাড়িতে সজোরে ধাক্কা মারে।
পুলিশ সূত্রে জানা গেছে , সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে দু’টি গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। তবে ধাক্কায় উভয় গাড়ির এয়ারব্যাগ খুলে যাওয়ার ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। দুর্ঘটনায় মোহিত শর্মার স্ত্রী, অন্য গাড়িতে থাকা এক মহিলা ও এক যুবক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য