
নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.): দূষণ নিয়ে বৃহস্পতিবার দিল্লি পৌর নিগমে বিক্ষোভ প্রদর্শন করলো আম আদমি পার্টি (এএপি)। দিল্লি পৌর কর্পোরেশনের সাধারণ সভায় এদিন এএপি-র সদস্যরা স্লোগান তোলেন। এমএসডি-র বিরোধী দলনেতা এবং এএপি নেতা অঙ্কুশ নারাং বলেছেন, দূষণের মাত্রা দিন দিন বাড়ছে। এখন দিল্লির সরকার খুবই অযোগ্য। ক্ষমতায় আসার আগে তারা বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সব প্রতিশ্রুতিই ফাঁকা প্রমাণিত হয়েছে, জল ছিটানোর যন্ত্র কাজ করছে না। এটা চার ইঞ্জিন বিশিষ্ট বিজেপি সরকারের জন্য লজ্জা, যারা দিল্লিকে বৃষ্টি এবং জলাবদ্ধতায় ডুবিয়ে দিয়েছে। এখন তারা দূষণে মানুষ মরতে দেখছে। যে মেয়র নিজের এলাকা পরিষ্কার করতে পারে না, যে মেয়র নিজের এলাকা জলমগ্ন অবস্থা থেকে রক্ষা করতে পারে না, সে কীভাবে দিল্লি ঠিক করবে? তার পদত্যাগ করা উচিত। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার পদত্যাগ করা উচিত।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা