
দুর্গাপুর, ১৩ নভেম্বর (হি.স.): বৃহস্পতিবার দুর্গাপুরের রানিগঞ্জের রানিসায়র মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। আসানসোল থেকে দুর্গাপুরগামী লেনে একটি ছোট গাড়িকে ধাক্কা দেয় একটি ট্রেলার। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনার জেরে ১৯ নম্বর জাতীয় সড়কে আসানসোল থেকে দুর্গাপুরগামী লেনে যানচল ব্যাহত হয়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। আপাতত সেখানে যানচলাচল স্বাভাবিক।
উল্লেখ্য, মাস কয়েক আগে ওই জায়গাতেই গত জুলাই মাসে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কবলে পড়ে শ্যামলী পরিবহণের একটি যাত্রিবাহী বাস। দূরপাল্লার ওই যাত্রিবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারেন। বাসের সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। বাসে ৩৫ জন যাত্রী ছিলেন। পাঁচ জন যাত্রী গুরুতর আহত হন। বাসের সামনেই ওই ট্রাক ছিল। অভিযোগ, রানিগঞ্জের রানিসায়র মোড়ের কাছে পৌঁছতেই ট্রাকের চালক গতি কমিয়ে দিয়েছিলেন। তার ফলেই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারেন। রাস্তার ডিভাইডারে উঠে যায় বাসটি।ফের সেই একই জায়গায় বৃহস্পতিবার ঘটলো দুর্ঘটনা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ