
কলকাতা, ১৩ নভেম্বর ( হি. স.):- সাইবার প্রতারণা মামলায় যুক্ত থাকার অভিযোগে লিলুয়া থেকে এক মহিলাকে গ্রেফতার করল কলকাতা সাইবার থানার পুলিশ। জানা গেছে, ২০২৫ সালের ১৪ অক্টোবরের সাইবার থানার মামলা নম্বর ৫৩/২৫–এর তদন্তে নাম জড়ায় অভিযুক্তের। বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত এলাকায় অভিযান চালিয়ে ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ।ধৃতের নাম রিয়া রায় (৩০)। তিনি রাজেশ সিংহ রায়ের স্ত্রী এবং লিলুয়ার বামনগাছি এলাকার ডি রোডের বাসিন্দা। পুলিশের দাবি, ওই মামলায় সরাসরি যুক্ত ছিলেন রিয়া। অভিযানের সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং সাতটি পৃষ্ঠায় মুদ্রিত হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট উদ্ধার হয়েছে, যা তদন্তের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ইলেকট্রনিক ডিভাইসগুলিতে বিপুল তথ্য মিলেছে, যা সাইবার অপরাধ চক্রের সঙ্গে অভিযুক্তের যোগসূত্র প্রমাণ করতে পারে। উদ্ধার হওয়া সামগ্রী আইনি প্রক্রিয়া মেনে জব্দ করা হয়েছে। গ্রেফতার হওয়া রিয়াকে বৃহস্পতিবারই কলকাতা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় প্রয়োজনীয় নির্দেশের জন্য।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়