“আগে স্ত্রী ছিল বলে ভাগ্নী পরিচয় দিতেন, এখন নেই বলে বান্ধবী”, কটাক্ষ বৈশাখীর
কলকাতা, ১৩ নভেম্বর (হি.স.): “হঠাৎ সাধু সেজে বলছেন স্ত্রী নেই বলে বান্ধবী। অপা, ইচ্ছেডানা। আগে স্ত্রী ছিল বলে ভাগ্নী পরিচয় দিতেন। এখন নেই বলে বান্ধবী।” বৃহস্পতিবার এভাবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রাক্তন মেয়র
“আগে স্ত্রী ছিল বলে ভাগ্নী পরিচয় দিতেন, এখন নেই বলে বান্ধবী”, কটাক্ষ বৈশাখীর


কলকাতা, ১৩ নভেম্বর (হি.স.): “হঠাৎ সাধু সেজে বলছেন স্ত্রী নেই বলে বান্ধবী। অপা, ইচ্ছেডানা। আগে স্ত্রী ছিল বলে ভাগ্নী পরিচয় দিতেন। এখন নেই বলে বান্ধবী।” বৃহস্পতিবার এভাবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

আসলে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে গত সাড়ে তিনবছরে বিস্তর জলঘোলা হয়েছে। তাঁরা প্রেমিক-প্রেমিকা, কাকা-ভাইঝি না মামা-ভাগ্নি এ নিয়েও বিস্তর লেখালেখি হয়েছে। ঘটনাচক্রে জেলে থাকাকালীন অর্পিতাকে বান্ধবী বা প্রেমিকা হিসাবে স্বীকারও করেননি পার্থবাবু। তিনি দাবি করেছেন, অর্পিতাকে নাকি সেভাবে চেনেনই না। আবার জেল থেকে বেরিয়েই সদর্পে তাঁকে নিজের বান্ধবী বলে পরিচয় দিচ্ছেন। সেটা নিয়েই কটাক্ষ করলেন বৈশাখী।

জেল থেকে ছাড়া পাওয়ার পর পার্থবাবু নিশানা করেছেন তাঁদের, সেটা মোটেই ভালোভাবে নেননি বৈশাখী। এবার তিনি পালটা তোপ দাগলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এক সংবাদমাধ্যমকে বৈশাখী বললেন, “শোভন তাঁর বান্ধবীর জন্য পদ ছেড়েছিল। আর উনি বান্ধবীর বাড়িতে টাকা জড়ো করে করেছেন। পার্থক্য আছে।”

বৈশাখীর কটাক্ষ, পার্থ ভালো মানুষ হতে পারেননি। তবে এতদিনে যে পুরুষ হয়ে দাঁড়াতে পেরেছেন, সেজন্য তাঁর সাধুবাদ প্রাপ্য। প্রাক্তন অধ্যাপিকা বলছেন, ‘এলআইসি আবেদনপত্রে তো আঙ্কেল, নিস হিসাবে পরিচয় দিয়েছিলেন। সংশোধনাগারে গিয়ে নিজেকে সংশোধন করেছেন। বন্ধু হয়ে দাঁড়িয়েছেন। উনি মানুষ না হলেও পুরুষ হয়েছেন তার জন্য সংগ্রামী অভিনন্দন।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande