মালদায় নিখোঁজ হওয়ার প্রায় দু’দিন পর উদ্ধার যুবকের মৃতদেহ
মালদা, ১৩ নভেম্বর (হি.স.): বাড়ি থেকে নিখোঁজ হওয়ার প্রায় দু’দিন পর পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার হল যুবকের মৃতদেহ। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার ইংরেজবাজার থানার নিত্যানন্দপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়
মালদায় নিখোঁজ হওয়ার প্রায় দু’দিন পর উদ্ধার যুবকের মৃতদেহ


মালদা, ১৩ নভেম্বর (হি.স.): বাড়ি থেকে নিখোঁজ হওয়ার প্রায় দু’দিন পর পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার হল যুবকের মৃতদেহ। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার ইংরেজবাজার থানার নিত্যানন্দপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সঞ্জিত চৌধুরী। বাড়ি ওই পরিত্যক্ত পুকুর সংলগ্ন এলাকায়।

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দু’দিন ধরে নিখোঁজ ছিলেন সঞ্জিত। পরিবারের সদস্যরা দুই দিন ধরে খোঁজাখুঁজি করলেও কোনওরকম খোঁজ মেলেনি ছেলের। বৃহস্পতিবার স্থানীয়রা পরিত্যক্ত ওই পুকুরে সঞ্জিতের দেহ ভাসতে দেখেন। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের সদস্যরা। গত দু’দিন ধরে নিখোঁজ থাকা সঞ্জিত চৌধুরীকে শনাক্ত করেন পরিবারের সদস্যরা।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande