যোধপুর পার্কে দাদার ছুরির আঘাতে গুরুতর জখম ভাই
কলকাতা, ১৩ নভেম্বর (হি.স.): বৃহস্পতিবার ভোরে কলকাতার লেক থানা এলাকায় ভাইকে কোপানোর অভিযোগ উঠলো দাদার বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। ঘটনার তদন্ত করছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিবাদ থেকে গোলমাল। সেই বিবাদ
যোধপুর পার্কে দাদার ছুরির আঘাতে গুরুতর জখম ভাই


কলকাতা, ১৩ নভেম্বর (হি.স.): বৃহস্পতিবার ভোরে কলকাতার লেক থানা এলাকায় ভাইকে কোপানোর অভিযোগ উঠলো দাদার বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। ঘটনার তদন্ত করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিবাদ থেকে গোলমাল। সেই বিবাদ এতটাই চরমে পৌঁছে যায় যে, ছুরি নিয়ে ভাইকে মারতে উদ্যত হয় দাদা। আর তাতেই দাদার হাতে ছুরির আঘাতে গুরুতর জখম হয় ভাই। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে লেক থানা এলাকার যোধপুর পার্কে। আহতের নাম উপল মুখোপাধ্যায়। তিনি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত দাদা উৎসব মুখোপাধ্যায়কে আটক করেছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ সূত্রেও জানা গেছে, পারিবারিক গোলমালের জেরেই ওই ঘটনা। তবে প্রকৃত কী ঘটেছিল, তার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande