
ভোপাল, ১৩ নভেম্বর (হি.স.): মধ্যপ্রদেশে ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ । ভোপাল ও ইন্দোর সহ বেশ কয়েকটি শহরে বিগত পাঁচ দিন ধরে ঠান্ডার প্রভাব বাড়ছে । এই আবহাওয়ার মেজাজ আরও তিন থেকে চার দিন অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার জানালো আবহাওয়া দফতর ।
আবহাওয়া দফতরের মতে, বৃহস্পতিবার ইন্দোর, রাজগড়, ভোপাল, শাজাপুর, সেহোর, নিওয়ারি, টিকমগড়, ছত্রপুর, পান্না, সাতনা, মাইহার, উমারিয়া এবং সিওনিতে সতর্কতা জারি করা হয়েছে। আগামী চার দিন একই রকম আবহাওয়ার পরিস্থিতির থাকবে মনে করা হচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞ পি কে শাহ ব্যাখ্যা করেছেন যে, এবার পশ্চিমী ঝঞ্ঝা হিমালয় অঞ্চলে এক সপ্তাহ আগে সক্রিয় হয়েছে । যার ফলে জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে তুষারপাত হয়েছে ।
বুধবার ভোপাল, ইন্দোর এবং রাজগড়ে শীতল আবহাওয়া অনুভূত হয়েছে, যেখানে সেহোর, শাজাপুর, রেওয়া এবং শাহদোল জেলায় একই প্রভাব পড়েছে। রাজগড়ে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবার খান্ডোয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন