১৯৯৩ সালের সিপিআইএম কর্মী হত্যা মামলায় ঝাড়খন্ড পার্টির ৪৫ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
বেলপাহাড়ি, ১৩ নভেম্বর ( হি. স.):- ১৯৯৩ সালের বহুলচর্চিত সিপিআইএম কর্মী অপহরণ ও হত্যাকাণ্ডে আজ রায় ঘোষণা করল আদালত। ঝাড়খন্ড পার্টির ৪৫ জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ-২ অরবিন্দ মিশ্র। একই সঙ্গে প্রত্যেকক
অভিযুক্তরা


বেলপাহাড়ি, ১৩ নভেম্বর ( হি. স.):- ১৯৯৩ সালের বহুলচর্চিত সিপিআইএম কর্মী অপহরণ ও হত্যাকাণ্ডে আজ রায় ঘোষণা করল আদালত। ঝাড়খন্ড পার্টির ৪৫ জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ-২ অরবিন্দ মিশ্র। একই সঙ্গে প্রত্যেককে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযোগ অনুযায়ী, ১৯৯৩ সালের ৭ মে বেলপাহাড়ি থানার হিজলার জঙ্গল এলাকা থেকে সিপিআইএমের ছয় কর্মী—মনোজ গড়াই, বিপুল মাহাত, কার্ত্তিক মাহাত, ডা. সৌমেন মুখার্জি, সাধন মাহাত ও বিদ্যুৎ মাহাত—অপহৃত হন। পরদিন কপাটকাটা জঙ্গল থেকে তাদের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। অভিযোগ, ছুরি, বল্লম, লাঠি ও তীর দিয়ে নৃশংসভাবে তাদের হত্যা করা হয়েছিল।ঘটনার পর ঝাড়খন্ড পার্টির ১০৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। দীর্ঘ ৩২ বছর পর আদালত বৃহস্পতিবার ১৪৭, ১৪৮, ১৪৯, ৩৬৪, ৩০২, ২০১, ৩৪ ও ১২০(বি) ধারায় ৪৫ জনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে। ৩৯ জন অভিযুক্ত মারা গেছেন এবং ১৯ জন এখনো পলাতক।

অভিযুক্তদের পরিবারের দাবি, নির্দোষ ব্যক্তিদের ফাঁসানো হয়েছে, এবং তারা উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আবেদন করবেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande