মেঘালয়ের ডাউকি বনাঞ্চলে উদ্ধার গুয়াহাটির বাসিন্দা তপন দের মৃতদেহ
গুয়াহাটি, ১৩ নভেম্বর (হি.স.) : মেঘালয়ের ডাউকি বনাঞ্চলে উদ্ধার হয়েছে গুয়াহাটি মহানগরীর বশিষ্ঠ এলাকার বাসিন্দা তপন দে-র মৃতদেহ। বশিষ্ঠ থানা সূত্ৰে জানা গেছে, গত শনিবার তাঁর গাড়ি নিয়ে গুয়াহাটি থেকে মেঘালয়ে গিয়েছিলেন তপন দে। কিন্তু মেঘালয়ে কয়েকজন অ
গুয়াহাটির বশিষ্ঠ এলাকার বাসিন্দা তপন দে (ফাইল ফটো)


গুয়াহাটি, ১৩ নভেম্বর (হি.স.) : মেঘালয়ের ডাউকি বনাঞ্চলে উদ্ধার হয়েছে গুয়াহাটি মহানগরীর বশিষ্ঠ এলাকার বাসিন্দা তপন দে-র মৃতদেহ।

বশিষ্ঠ থানা সূত্ৰে জানা গেছে, গত শনিবার তাঁর গাড়ি নিয়ে গুয়াহাটি থেকে মেঘালয়ে গিয়েছিলেন তপন দে। কিন্তু মেঘালয়ে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী গাড়ি সহ তাঁকে অপহরণ করেছিল বলে এক অভিযোগ থানায় দায়ের করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে অপহৃত তপনকে খুঁজে বের করতে তালাশি-অভিযান চালানো হয়।

কিন্তু দুর্ভাগ্যবশত গতকাল গভীর রাতে মেঘালয় পুলিশ ডাউকি বনাঞ্চলে উদ্ধার করে তপন দে-র মৃতদেহ। বশিষ্ঠ থানা কর্তৃপক্ষ জানিয়েছেন, তপনকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে মেঘালয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি অপহরণকারী তথা দোষীদের শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

বশিষ্ঠ থানা কর্তৃপক্ষ জানিয়েছেন, মেঘালয়ে তপন দে-র ময়না তদন্তের পর মৃতদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande