জঙ্গলে উদ্ধার যুবক-যুবতীর পচাগলা মৃতদেহ
বাঁসওয়াড়া, ১৩ নভেম্বর (হি.স.) : রাজস্থানের বাঁসওয়াড়া জেলার আনন্দপুরী থানা এলাকার গ্রাম পঞ্চায়েতের ঘন জঙ্গলে এক যুবক ও যুবতীর পচাগলা মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। মৃতদেহের অবস্থা দেখে পুলিশও হতবাক। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা
জঙ্গলে উদ্ধার যুবক-যুবতীর পচাগলা মৃতদেহ


বাঁসওয়াড়া, ১৩ নভেম্বর (হি.স.) : রাজস্থানের বাঁসওয়াড়া জেলার আনন্দপুরী থানা এলাকার গ্রাম পঞ্চায়েতের ঘন জঙ্গলে এক যুবক ও যুবতীর পচাগলা মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। মৃতদেহের অবস্থা দেখে পুলিশও হতবাক। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, যুবতীর মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায় ক্ষতবিক্ষত অবস্থায় মাটিতে পড়ে ছিল। যুবকের মৃতদেহ প্রায় ৩০ ফুট দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। মৃতদেহের অবস্থা এতটাই খারাপ ছিল যে মুখ চেনা কঠিন হয়ে পড়েছে।

কিছু গ্রামবাসী জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলেন। দুর্গন্ধ পেয়ে মৃতদেহ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন গ্রামবাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থল থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। যুবকের পকেট থেকে একটি আধার কার্ডও পাওয়া গেছে, যার মাধ্যমে মৃতদের পরিচয় শনাক্তকরণ চলছে।

এক পুলিশ আধিকারিক জানান, প্রাথমিকভাবে এটি প্রেমের সঙ্গে সম্পর্কিত ঘটনা বলে মনে হচ্ছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande