
ইমফল, ১৩ নভেম্বর (হি.স.) : ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ শীৰ্ষক অভিযান তীব্রতর করেছে মণিপুর সরকার। এই অভিযানের অংশস্বরূপ রাজ্যের কাংপোকপি জেলায় প্রায় ৫৬ একর জমি জুড়ে পোস্ত-বাগানে (পপি বাগান) অগ্নিসংযোগ করে ধ্বংস করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।
আজ বৃহস্পতিবার সরকারি সূত্রে এ খবর দিয়ে জানানো হয়েছে, ধ্বংস অভিযান দুটি স্থান যথাক্ৰমে থংলাং আকুটপা ও সোংজাং পার্বত্য রেঞ্জের মধ্যবর্তী এলাকা এবং কাংচুপ থানাধীন আউলমুন গ্রামে পরিচালিত হয়েছিল। বুধবারের অভিযানে নিরাপত্তা কর্মীরা ১৯টি খামারের কুঁড়েঘরও ধ্বংস করেছেন। ওই সব কুঁড়েঘরকে অবৈধ মাদক-চাষিরা আশ্রয় এবং প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করত। এছাড়া, ওই সব জমি থেকে ১০টি সারের ব্যাগ এবং নয় (৯) বস্তা লবণ ধ্বংস করা হয়েছে, জানিয়েছে সরকারি সূত্র।
আধিকারিক সূত্রটি আরও জনিয়েছে, ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ শীৰ্ষক অভিযান তীব্র করেছে রাজ্য সরকার। মণিপুরের দুর্গম ও পাহাড়ি অঞ্চলে পোস্তের আবাদ শনাক্তকরণ এবং নির্মূল করতে ব্যাপক অভিযান চলছে৷ সূত্র বলেছে, সাম্প্রতিক পদক্ষেপ অবৈধ চাষাবাদ রোধে এবং ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের জন্য বিকল্প জীবিকা কর্মসূচির প্রচারের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস