জেপি ইনফ্রাটেক-এর কর্ণধার মনোজ গৌরকে গ্রেফতার করল ইডি
নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.): আবাসন নির্মাতা সংস্থা জেপি ইনফ্রাটেক-এর কর্ণধার মনোজ গৌরকে বৃহস্পতিবার গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ক্রেতাদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গ্রেফতার হয়েছেন বেআইনি লেনদেন প্রতিরোধ আইনের
জেপি ইনফ্রাটেক-এর কর্ণধার মনোজ গৌরকে গ্রেফতার করল ইডি


নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.): আবাসন নির্মাতা সংস্থা জেপি ইনফ্রাটেক-এর কর্ণধার মনোজ গৌরকে বৃহস্পতিবার গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ক্রেতাদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গ্রেফতার হয়েছেন বেআইনি লেনদেন প্রতিরোধ আইনের আওতায় দায়ের হওয়া মামলায়। ইডি সূত্রে এমনই জানা গিয়েছে।

জানা যাচ্ছে, ১২ হাজার কোটি কালো টাকা সাদা করার মামলায় গ্রেফতার হয়েছেন জেপি ইনফ্রাটেক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মনোজ গৌর। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ইডি।

ইডি সূত্রে জানা গিয়েছে, অবৈধ টাকা সাদা করা প্রতিরোধ আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে গৌরকে। অভিযোগ, বাড়ির ক্রেতাদের কাছ থেকে সংগৃহীত অর্থ অপব্যবহার করে ভিন্ন খাতে ব্যবহার করে বিশাল অঙ্কের টাকা ঘুরিয়ে ফেলা হয়েছে এবং অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande