
কলকাতা, ১৩ নভেম্বর (হি.স.): পুর নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর। এবার তাঁর স্ত্রী, পুত্র ও কন্যাকে ডেকে পাঠাল ইডি। আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে বৃহস্পতিবার প্রাথমিকভাবে জানা গিয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি মন্ত্রীর বাড়ি ও অফিসে গত বছর একপ্রস্থ তল্লাশি চালিয়েছিল। চলতি বছর অক্টোবর মাসে ফের ইডি আধিকারিকরা মন্ত্রীর অফিসে হানা দেন। সল্টলেকে দমকলমন্ত্রী সুজিত বসুর অফিস, নিউ আলিপুরে এক আইনজীবীর বাড়ি, নাগেরবাজার, কাউন্সিলর নিতাই দত্তের বাড়িতে যায় ইডি। দীর্ঘ সময় ধরে চলে তল্লাশি অভিযান। পরে আধিকারিকরা ফিরে যান। জানা গিয়েছিল, পুর নিয়োগ দুর্নীতি-সহ দুটি পৃথক মামলায় ওই হানা।
সেই মামলায় এবার জিজ্ঞাসাবাদের জন্য মন্ত্রীর পরিবারকে ইডি অফিসে তলব। সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে আলাদা আলাদা দিনে তাঁদের তিনজনকে ডাকা হয়েছে বলে খবর। তৃণমূলের অভিযোগ, রাজ্যে বিধানসভা ভোটের আগে ফের এই মামলায় সক্রিয় হয়েছে ইডি। ভোটের আগে ওই হানা দলকে কালিমালিপ্ত করার চেষ্টা বলেই অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত