ভুয়ো ডিএসপি সেজে ৭২ লক্ষ টাকার প্রতারণা, আদালতে পেশ প্রতারককে
বলরামপুর , ১৩ নভেম্বর (হি.স.) : নিজেকে মধ্যপ্রদেশ পুলিশের ডিএসপি বলে দাবি করে এক মহিলার কাছ থেকে মোট ৭২ লক্ষ টাকার প্রতারণা করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সেই প্রতারক। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে , অভিযুক্ত
ভুয়ো ডিএসপি সেজে ৭২ লক্ষ টাকার প্রতারণা, আদালতে পেশ প্রতারককে


বলরামপুর , ১৩ নভেম্বর (হি.স.) : নিজেকে মধ্যপ্রদেশ পুলিশের ডিএসপি বলে দাবি করে এক মহিলার কাছ থেকে মোট ৭২ লক্ষ টাকার প্রতারণা করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সেই প্রতারক।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে , অভিযুক্তের নাম সন্তোষ কুমার প্যাটেল (২৯)। বাড়ি মধ্যপ্রদেশের সিধি জেলার চুরহাট থানার পাচোখরের গ্রামে। ২০১৬ সালে সে এক বেসরকারি নির্মাণ সংস্থায় জেসিবি অপারেটর হিসেবে কাজ করত। কাজের সূত্রে আলাপ হয় কঞ্জিয়া গ্রামের বাসিন্দা লালকি বাইয়ের সঙ্গে। কিছুদিনের মধ্যেই সম্পর্ক ঘনিষ্ঠ হয়। এরপরই শুরু প্রতারণার খেলা। লালকি বাইকে সন্তোষ জানায়, সে নাকি মধ্যপ্রদেশ পুলিশের ডিএসপি পদে চাকরি পেয়েছে। সেই পরিচয় দেখিয়ে প্রতিশ্রুতি দেয়, মহিলার দুই সন্তানকে পুলিশে চাকরি পাইয়ে দেবে। এই প্রলোভনে পড়েই লালকি বাই কয়েক বছর ধরে টাকা পাঠাতে থাকেন সন্তোষকে। ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট ও ইউপিআই–এর মাধ্যমে মোট ৭২ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত। অবশেষে সন্দেহ জাগতেই লালকি বাই থানায় অভিযোগ জানান। পুলিশ বিশেষ দল গঠন করে অভিযুক্তের খোঁজ তল্লাশি শুরু করে। শেষে মধ্যপ্রদেশের সিধি জেলা থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। জেরা করে সন্তোষ অপরাধের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে , ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। পুলিশের এক আধিকারিক জানান, অভিযুক্ত নিজেকে মধ্যপ্রদেশ রাজ্য পুলিশের অফিসার হিসেবে পরিচয় দিত। এই প্রতারণার ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande