
শিলিগুড়ি, ১৩ নভেম্বর ( হি. স.):-
খড়িবাড়ির পর এবার শিলিগুড়ি মহকুমার বিধাননগরে জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিস মিলল। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ি ও ফাঁসিদেওয়া থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বিধাননগরের পাইকপাড়া এলাকা থেকে সুব্রত ঘোষ ওরফে লিটন নামে এক যুবককে গ্রেফতার করে। ধৃত শান্তিপাড়া এলাকার বাসিন্দা
হলেও গত চার বছর ধরে পাইকপাড়ায় অনলাইন দোকান চালাত বলে জানা গেছে।পুলিশ সূত্রে খবর, ওই দোকানের আড়ালে চলত জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র তৈরির কারবার। তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করেছে দুটি কম্পিউটার, একটি ল্যাপটপ, রেটিনা স্ক্যানার, থাম্প স্ক্যানার, পেন ড্রাইভ, ১০টি সরকারি সিলসহ বিপুল পরিমাণ জাল নথি। প্রাথমিক তদন্তে জানা গেছে, খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে ধরা পড়া জাল সার্টিফিকেট চক্রের সঙ্গেই যুক্ত সুব্রত। ওই ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। দার্জিলিং জেলা পুলিশ গোটা ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়