বন্দুক দেখিয়ে ৩ কোটি টাকার সোনা লুট, পুলিশের জালে প্রাক্তন কর্মী
কলকাতা, ১৩ নভেম্বর (হি.স.): বন্দুক দেখিয়ে সিঁথি এলাকা থেকে ৩ কোটি টাকার সোনা লুটের ঘটনায় বড় সাফল্য। ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার আগেই পুলিশের জালে সইদুল নামে স্বর্ণকারের এক প্রাক্তন কর্মী! ধৃত ওই ব্যক্তির নাম সইদুল মণ্ডল। বুধবার রাতে হুগলির খানাকুল থ
বন্দুক দেখিয়ে ৩ কোটি টাকার সোনা লুট, পুলিশের জালে প্রাক্তন কর্মী


কলকাতা, ১৩ নভেম্বর (হি.স.): বন্দুক দেখিয়ে সিঁথি এলাকা থেকে ৩ কোটি টাকার সোনা লুটের ঘটনায় বড় সাফল্য। ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার আগেই পুলিশের জালে সইদুল নামে স্বর্ণকারের এক প্রাক্তন কর্মী!

ধৃত ওই ব্যক্তির নাম সইদুল মণ্ডল। বুধবার রাতে হুগলির খানাকুল থেকে তাকে গ্রেফতার করেন লালবাজারের গোয়েন্দা বিভাগের ডাকাতি দমন শাখার আধিকারিকরা। তবে বড়সড় এই ডাকাতির ঘটনায় সইদুল একা নয়, আরও বেশ কয়েকজন জড়িত আছে বলে মনে করছেন গোয়েন্দা আধিকারিকরা। বাকিদের খোঁজ পেতে ধৃতকে দফায় দফায় জেরা করা হচ্ছে।

বুধবার সন্ধ্যায় পিস্তল দেখিয়ে এক স্বর্ণকারের কাছ থেকে ৩ কোটি টাকার সোনা লুটের ঘটনা ঘটে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে উত্তর কলকাতার সিঁথি থানা এলাকায়। পুলিশ জানায়, সিঁথি এলাকার রাজা অপূর্ব কৃষ্ণ লেনে রয়েছে ওই স্বর্ণকারের কর্মস্থল।

বুধবার সন্ধ্যায় তিনি বড়বাজারে আসেন। কয়েকজন স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে গয়না তৈরির জন্য তিনি প্রায় ৩ কোটি টাকা দামের ২ কিলো ৩৮০ গ্রাম সোনা সংগ্রহ করেন। রাতে স্কুটি করে সিঁথিতে ওয়ার্কশপের কাছে আসামাত্রই দুই ডাকাত তাঁর সামনে আসে। পিস্তল দেখিয়ে স্কুটির ভিতর থেকে ৩ কোটি টাকার সোনা ডাকাতি করে। স্বর্ণকারকে মারধরের পর তাঁর স্কুটিও লুট করে। শুধু তাই নয়, সেই স্কুটি চড়েই চম্পট দেয় দুষ্কৃতীরা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande