চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ সম্মান ‘আজীবন কীর্তির পুরস্কার’ গৌতম ঘোষকে
কলকাতা, ১৩ নভেম্বর (হি.স.): পাঁচ দশকের অমূল্য সৃজনযাত্রার পর, এ বার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে গৌতম ঘোষের হাতে উঠল সর্বোচ্চ সম্মান— আজীবন কীর্তির পুরস্কার। উৎসবের চেয়ারম্যান তিনি নিজেই, অথচ এই সিদ্ধান্তের খবরটুকু তাঁর কাছেও ছিল গোপন
চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ সম্মান ‘আজীবন কীর্তির পুরস্কার’ গৌতম ঘোষকে


কলকাতা, ১৩ নভেম্বর (হি.স.): পাঁচ দশকের অমূল্য সৃজনযাত্রার পর, এ বার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে গৌতম ঘোষের হাতে উঠল সর্বোচ্চ সম্মান— আজীবন কীর্তির পুরস্কার।

উৎসবের চেয়ারম্যান তিনি নিজেই, অথচ এই সিদ্ধান্তের খবরটুকু তাঁর কাছেও ছিল গোপন। তাই পুরস্কার ঘোষণার মুহূর্তে যেন অবাক, অথচ দীপ্ত সেই মুখ— এক শিল্পীর নীরব বিস্ময়। পুরস্কার হাতে মঞ্চে উঠে এই সম্মান তিনি উৎসর্গ করলেন তাঁর প্রয়াত স্ত্রী নীলাঞ্জনা ঘোষকে। যেন সময় থেমে গেল এক মুহূর্তের জন্য। গৌতমবাবুর কথায় শ্রদ্ধা— “ও না থাকলে এই পথচলা সম্ভব হত না।”

এদিনই পর্দা নামল ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মিশে গেল সম্মান, আবেগ। উৎসবের উদ্বোধনী মঞ্চে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন দুই গুণী শিল্পী— সঙ্গীতসাধিকা আরতি মুখোপাধ্যায় ও অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তাঁদের সম্মানে যেমন হাততালি উঠেছিল, তেমনই গৌতম ঘোষের পুরস্কারপ্রাপ্তির মুহূর্তে ভরে উঠল রবীন্দ্র সদন— এক অনির্বচনীয় উচ্ছ্বাসে, এক নীরব গর্বে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande