
গুয়াহাটি, ১৩ নভেম্বর (হি.স.) : শুক্রবার থেকে রাজ্যের সরকারি কর্মচারীরা পাবেন তিনদিনের ছুটি। তবে নলবাড়ি জেলায় শ্রীকৃষ্ণের রাস মহোৎসব উপলক্ষ্যে একদিন বেশি, অৰ্থাৎ আগামীকাল শুক্রবার থেকে সোমবার সহ মোট ছুটি পাবেন টানা চারদিন।
অসমের প্রান্তে প্রান্তে চলছে শ্ৰীকৃষ্ণের রাস মহোৎসব। রাস মহোৎসবের শেষ দিন উপলক্ষ্যে নলবাড়ি জেলা প্ৰশাসন এক বিজ্ঞপ্তি জারি করে আগামী সোমবার স্থানীয় ছুটি ঘোষণা করেছে। সোমবার নলবাড়ি জেলার সব সরকারি কাৰ্যালয়, রাজস্ব চক্র, আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠান থাকবে বন্ধ।
উল্লেখ্য, আগামীকাল ১৪ এবং ১৫ নভেম্বর রাজ্য সরকারের কৰ্মচারীরা পাবেন ‘মাতৃ-পিতৃ বন্দনা’ প্রকল্পের অধীনে বিশেষ ছুটি। ১৬ নভেম্বর রবিবার। তার পরের দিন সোমবার রাস মহোৎসব উপলক্ষ্যে কেবল নলবাড়ি জেলার কর্মচারীরা পাবেন আরও একদিন ছুটি, অর্থাৎ চারদিন।
তবে জরুরিকালীন এবং অত্যাবশ্যক পরিষেবা যেমন পুলিশ, অগ্নিনিৰ্বাপক, দুৰ্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রভৃতি বিভাগের বিভাগীয় প্ৰধানের অনুমতিক্রমে পৰ্যায়ক্ৰমে সংশ্লিষ্ট বিভাগগুলির এক চতুৰ্থাংশ কৰ্মচারী ‘মাতৃ-পিতৃ বন্দনা’ প্রকল্পের অধীনে বিশেষ ছুটি পাবেন। যে সকল কৰ্মচারীর পিতৃ-মাতৃ জীবিত নন, সেই সব কৰ্মচারী বিশেষ নৈমিত্তিক ছুটির সুবিধা পাবেন না।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস