
কলকাতা, ১৩ নভেম্বর (হি.স.): কলকাতার ইডেন গার্ডেনসে দক্ষিণ আফ্রিকা বনাম ভারত টেস্ট ম্যাচটি আগামীকাল, ১৪ নভেম্বর থেকে শুরু হবে। চার দিনের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ ঘিরে উৎসাহ দেখা গিয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে। একজন ক্রিকেট অনুরাগী বলেন, আমরা ১৪ নভেম্বরের টিকিট কিনেছি। ভারত বর্তমানে সকল ফর্ম্যাটে এক নম্বর স্থানে রয়েছে, তাই দল নিয়ে আমাদের কোনও সন্দেহ নেই। উন্মাদনা বেশি এবং যেহেতু টিকিটের দাম কিছুটা কম, তাই আগামীকাল আরও বেশি মানুষ ম্যাচটি দেখতে যাচ্ছেন।
এদিকে, শুক্রবার থেকে ইডেনে শুরু হতে চলা ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট এর আগে নিশ্ছিদ্র নিরাপত্তা ইডেনজুড়ে। দুই দলের হোটেল থেকে অনুশীলন যাতায়াতের নিরাপত্তা জোরদার করেছে কলকাতা পুলিশ। ম্যাচের পাঁচ দিনই একই রকম নিরাপত্তা বজায় থাকবে। ম্যাচের আগে ট্রাফিক চলাচল নিয়ে নির্দেশিকাও জারি করেছে কলকাতা পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা