
কলকাতা, ১৩ নভেম্বর (হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভায় বৃহস্পতিবার দুপুরে প্রাক্তন বিধায়ক শীতল সর্দারের মৃতদেহ পৌঁছয়। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য সমস্ত আয়োজন করা হয়। বিধানসভায় প্রথমে অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর তৃণমূল কংগ্রেস এর তরফেও প্রয়াত বিধায়কের মরদেহে মাল্যদান করা হয়েছে। শাসকদলের সদস্য ও মালদা জেলার চাঁচল বিধানসভা কেন্দ্রের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। সেইসঙ্গে বিধানসভার মার্শাল ও ডেপুটি মার্শাল ও সচিব এস দাস প্রমুখ শ্রদ্ধা জানান।এরপর বিরোধী দল ভারতীয় জনতা পার্টির তরফেও মাল্যদান করা হয়েছে। এদিন সাঁকরাইল কেন্দ্রের বর্তমান বিধায়কও উপস্থিত ছিলেন। পৌনে একটা নাগাদ মরদেহ নিয়ে শববাহী সকট ফের হাওড়া জেলার উদ্দেশ্যে রওনা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত