মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের নির্দেশকে স্বাগত জানালেন মান্নান
কলকাতা, ১৩ নভেম্বর (হি.স.): মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের বৃহস্পতিবারের আইনি নির্দেশকে স্বাগত জানালেন কংগ্রেসের আব্দুল মান্নান।রাজ্য বিধানসভায় কংগ্রেসের আব্দুল মান্নান বিরোধী দলনেতা থাকাকালীন একের পর এক বিধায়ক ভাঙানো হয়ে এসেছে। চেষ্টা চরিত্র করেও
মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের নির্দেশকে স্বাগত জানালেন মান্নান


কলকাতা, ১৩ নভেম্বর (হি.স.): মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের বৃহস্পতিবারের আইনি নির্দেশকে স্বাগত জানালেন কংগ্রেসের আব্দুল মান্নান।রাজ্য বিধানসভায় কংগ্রেসের আব্দুল মান্নান বিরোধী দলনেতা থাকাকালীন একের পর এক বিধায়ক ভাঙানো হয়ে এসেছে। চেষ্টা চরিত্র করেও তাঁরা বা তাঁদের দল এই খেলা বন্ধ করতে পারেনি। তবে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়ে করে দেখিয়েছেন। তাঁরই করা মামলায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। যা বঙ্গ রাজনীতিতে নজিরবিহীন। বিষয়টাকে কীভাবে দেখছেন প্রাক্তন বিরোধী দলনেতা মান্নান?

তিনি বলেন, হাই কোর্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যারা দলত্যাগ করে, পদ ছাড়ে না, সেই সব লোকেদের প্রতি একটা চরম বার্তা দিল আদালত। আদালত দেরি করতে পারে, কিন্তু ছেড়ে কথা বলবে না। আজকের আদালতের রায়কে আমি স্বাগত জানাচ্ছি। আমি আগে বারবার দেখেছি শাসক দলের স্পিকাররা দলত্যাগীদের নিজেদের স্বার্থে কাজে লাগায়। গোটা পৃথিবীর লোক দেখছে দলত্যাগীরা মিটিং, মিছিলে যাচ্ছে, অথচ বলে কোনও প্রমাণ নেই।

মান্নান বলেন, এর আগেও আমি গিয়েছিলাম আদালতে। তখন বিকাশরঞ্জন ভট্টাচার্য সাহায্য করেছিলেন। আমরা প্রতিবাদ করেছিলাম। এক্ষেত্রে হাই কোর্টের নির্দেশে স্পিকারদের কাছেও একটা বার্তা গেল। এই যে মানুষকে বোকা বানানোর একটা ব্যাপার, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের, সেটা সারা ভারতবর্ষে বার্তা গেল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande