
হাওড়া, ১৩ নভেম্বর ( হি. স.):-এসআইআর-এর প্রভাব এবার পড়ল মিড-ডে মিলে, তবে ইতিবাচকভাবে। ভোটার কার্ড আপডেটের জন্য ভিনরাজ্য থেকে ফিরছেন বহু পরিযায়ী শ্রমিক। সেই সূত্রে নিজের শিকড়ে ফিরে নস্টালজিয়ায় ভেসেছেন অনেকেই। এমনই এক মানবিক চিত্র ধরা পড়ল হাওড়ার বাগনান উত্তর চক্রের মাসিয়াড়া প্রাইমারি স্কুলে।জানা গিয়েছে, ওই স্কুলের প্রাক্তন ছাত্র কমল বেরা, যিনি পেশায় মিষ্টান্ন শিল্পী, এসআইআর সংক্রান্ত কাজে ভিনরাজ্য থেকে বাড়ি ফিরেছেন। তিনি নিজের প্রিয় স্কুলে গিয়ে প্রধান শিক্ষক সুবীর সিনহাকে জানান, মিড-ডে মিলে ছাত্রছাত্রীদের এক দিনের ভোজের খরচ তিনি বহন করবেন। প্রধান শিক্ষকও প্রস্তাবে সায় দেন।বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে আয়োজন হয় এক বিশেষ মধ্যাহ্নভোজের। শতাধিক ছাত্রছাত্রী পেয়েছে ভাত, ডাল, সবজি, মাংস, চাটনি, পায়েশ ও মিষ্টি— একেবারে উৎসবের আমেজে। পলেস্তারা খসা ভগ্নপ্রায় দেওয়ালের পাশে বসেই শিশুরা আনন্দে ভরিয়ে তুলেছে স্কুল চত্বর। পোকামাকড়ের ভয় উপেক্ষা করেও যেন আনন্দের কোনও ঘাটতি ছিল না।গ্রামের মানুষ বলছেন, এসআইআর-এর আবহে এমন ইতিবাচক উদ্যোগই ফিরিয়ে আনছে হারানো মানবিকতার স্পর্শ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়