
বীরভূম, ১৩ নভেম্বর ( হি. স.):- ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বীরভূমের নানুর বিধানসভার বাহিরি গ্রামে। চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ওই গ্রামের পরিযায়ী শ্রমিক অসীম দাস (৩২)। গত রবিবার চেন্নাইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় হওয়ায় মৃতদেহ বাড়ি আনতে অসমর্থ হয়ে পড়ে দাস পরিবার। বৃহস্পতিবার খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়ান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তাঁর উদ্যোগে চেন্নাই থেকে অসীম দাসের মৃতদেহ বাড়ি পর্যন্ত নিয়ে আসার সমস্ত ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার সকালে মৃতদেহ পৌঁছায় বাহিরি গ্রামে। মৃতদেহ ঘিরে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। শোকে ভেঙে পড়েছে পরিবার ও স্থানীয় বাসিন্দারা। গ্রামে পৌঁছাতেই কান্নার রোল ওঠে চারদিকে। শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা সভাধিপতি কাজল শেখ ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পরিযায়ী শ্রমিকের অকাল মৃত্যুতে শোকের ছায়া নানুর জুড়ে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়