
জামুড়িয়া ১৩ নভেম্বর ( হি. স.):- জামুড়িয়া বিধানসভা এলাকার তপসী পঞ্চায়েতের ২৪৮ নম্বর বুথে এস.আই.আর ফর্ম পূরণের নামে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সত্যনারায়ণ রামের বিরুদ্ধে, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের কাছ থেকে তিনি ফর্ম পূরণের বিনিময়ে অর্থ দাবি করেন এবং কিছু মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন বলেও অভিযোগ উঠেছে।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় তৃণমূল কর্মীরা অভিযুক্তকে ফর্ম পূরণের কাজ থেকে সরিয়ে দেন এবং যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাদের অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেন। অভিযোগ ওঠার পর থেকেই সত্যনারায়ণ রাম এলাকা ছেড়ে বিহারে পালিয়েছেন বলে জানা গেছে।তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, “সত্যনারায়ণ রামকে তিন বছর আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি এখন বিজেপি সমর্থক এবং দলের ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছেন।”
অন্যদিকে, বিজেপি নেতৃত্বের দাবি, “অভিযুক্ত ব্যক্তি বিজেপি সমর্থক নন, তিনি ও তাঁর স্ত্রী দুজনেই তৃণমূলের টিকিটে পঞ্চায়েত সদস্য ছিলেন। তৃণমূলই বলুক, এখন তাদের কোথায় লুকিয়ে রেখেছে।”
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়