মুকুল রায়ের বিধায়কপদ খারিজ, বিশদে না দেখে মন্তব্যে নারাজ বিমান
কলকাতা, ১৩ নভেম্বর (হি.স.): ২০২১ সালের ১১ জুন দলত্যাগের দিন থেকেই মুকুল রায় বিধায়কপদের অযোগ্য। তাই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত বাতিল করে মুকুলবাবুর ওই পদ খারিজ করা হল। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি
মুকুল রায়ের বিধায়কপদ খারিজ, বিশদে না দেখে মন্তব্যে নারাজ বিমান


কলকাতা, ১৩ নভেম্বর (হি.স.): ২০২১ সালের ১১ জুন দলত্যাগের দিন থেকেই মুকুল রায় বিধায়কপদের অযোগ্য। তাই স্পিকার বিমান

বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত বাতিল করে মুকুলবাবুর ওই পদ খারিজ করা হল। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করে মুকুলের বিধায়কপদ খারিজ করেন।

আদালতের রায় প্রসঙ্গে স্পিকার বিমানবাবু বলেন, ‘‘আমি সব দিক বিবেচনা করেই মুকুল রায়ের বিরুদ্ধে আনা দলত্যাগ বিরোধী আইনের মামলা খারিজ করেছিলাম। মহামান্য আদালত যে নির্দেশ দিয়েছে, তা ভাল ভাবে দেখে আমি পরবর্তী সিদ্ধান্ত নেব।’’ বিধানসভায় স্পিকারের সিদ্ধান্তই সর্বোচ্চ, মনে করিয়ে দিয়ে বিমানবাবু বিশদে না দেখে আদালতের রায় নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande