
মুম্বই, ১৩ নভেম্বর (হি.স.) : মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)–এর নির্বাচনে বুধবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন অজিঙ্ক নায়েক। পাওয়ারের ঘনিষ্ঠ সহযোগী জিতেন্দ্র আওহাদ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। আওহাদ ৪৬ ভোটে নবীন শেঠিকে পরাজিত করেন, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) ২০২৫–২০২৮ মেয়াদের এপেক্স কাউন্সিল এর পদাধিকারী, এপেক্স কাউন্সিল এর সদস্য এবং টি-২০ মুম্বই লিগ গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যর তালিকা প্রকাশ করা হয়েছে।
এপেক্স কাউন্সিল এর পদাধিকারী :
সভাপতি: অজিঙ্ক নায়েক
সহ-সভাপতি: জিতেন্দ্র আওহাদ
সম্পাদক: উনমেশ খানভিলকর
যুগ্ম সম্পাদক: নিলেশ ভোঁসলে
কোষাধ্যক্ষ: আরমান মালিক
টি-২০ মুম্বই লিগ গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান : রাজদীপ গুপ্ত ও সদস্য : ভরত কিনি
এপেক্স কাউন্সিলের সদস্য : সন্দীপ ভিচারে, সুরজ সমত, বিঘ্নেশ কদম, মিলিন্দ নারভেকর, ভূষণ পাটিল, নাদিম মেমন, বিকাশ রেপালে, প্রমোদ যাদব, নীল সাওয়ান্ত।
এই টিম মুম্বইয়ের ক্রিকেট প্রতিভাকে আরও শক্তিশালী করে তোলার পাশাপাশি শহরের গৌরবময় ক্রিকেট ঐতিহ্যকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। বৃহস্পতিবারে এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি