
মির্জাপুর, ১৩ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুর জেলায় ট্রাক ও বাইকের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে । আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে , বৃহস্পতিবার কাটরা থানার অন্তর্গত মুকেরি বাজার পুলিশ ফাঁড়ির কাছে।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম সত্যপ্রকাশ (২৩)। তিনি মহুয়ারিয়া এলাকার বাসিন্দা। গুধাত্তি মোড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ওই যুবকের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায়। ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আরেকজন আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ ট্রাকটি বাজেয়াপ্ত করেছে। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন