আইআইটিতে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, গাফিলতির অভিযোগ
ভিলাই, ১৩ নভেম্বর (হি.স.): ছত্তিশগড়ের ভিলাই আইআইটির বিটেক প্রথম বর্ষের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে অভিযোগ উঠল গাফিলতির। সৌমিল সাহু নামে মধ্যপ্রদেশের ওই তরুণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম সেমেস্টারের পড়ুয়া ছিলেন। বৃহস্পতিবার পড়ুয়াদের একাংশ দ
মোমবাতি মিছিল


ভিলাই, ১৩ নভেম্বর (হি.স.): ছত্তিশগড়ের ভিলাই আইআইটির বিটেক প্রথম বর্ষের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে অভিযোগ উঠল গাফিলতির। সৌমিল সাহু নামে মধ্যপ্রদেশের ওই তরুণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম সেমেস্টারের পড়ুয়া ছিলেন। বৃহস্পতিবার পড়ুয়াদের একাংশ দাবি করেছেন, সোমবার তাঁর জ্বর আসে। পরের দিন মঙ্গলবার সকালে অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তখন জানা যায়, মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার। শিক্ষাঙ্গনে ডাক্তার ও অ্যাম্বুল্যান্স থাকলে তাঁকে বাঁচানো যেত, দাবি ক্ষুব্ধ পড়ুয়াদের। দুর্গ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্যাম্পাসে তীব্র উত্তেজনা দেখা যায়। মঙ্গলবার রাতে শিক্ষার্থীরা বিরাট বিক্ষোভ দেখান, যা চলে বুধবার ভোর পর্যন্ত। বুধবার রাতে তাঁরা মোমবাতি মিছিল করে।

এই ঘটনার জেরে আইআইটি কর্তৃপক্ষ একগুচ্ছ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তার মধ্যে রয়েছে ওই প্রতিষ্ঠানের মেডিক্যাল অফিসারকে অবিলম্বে নিলম্বিত (সাসপেন্ড) করা, শিক্ষাঙ্গনের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাকর্মী ও অ্যাম্বুল্যান্স যাতে সব সময় পাওয়া যায় তা নিশ্চিত করা, জেলা প্রশাসনের কাছে এক জন সরকারি ডাক্তার চাওয়া প্রভৃতি। চিকিৎসা পরিকাঠামো পর্যালোচনার জন্য এইমস, স্থানীয় সরকারি মেডিক্যাল কলেজের প্রতিনিধি এবং ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হচ্ছে। তারা ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande